প্রিয় লেখক বন্ধুরা, শুভেচ্ছা নিন। আশাকরি ভালো আছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে, বাংলাভাষায় সাহিত্যচর্চাকে ছড়িয়ে দিতে এবং তরুণ প্রতিশ্রুতিশীল লেখকদের অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে ২য় বারের মতো আয়োজন করতে যাচ্ছে 'সালফি পাবলিকেশন্স পাণ্ডুলিপি পুরস্কার-২০২১।' আশাকরি প্রিয় লেখকবন্ধুদের বরাবরের ন্যায় সাথে পাবো। 🟧 বিভাগঃ 🟢 গল্প 🟢 উপন্যাস 🟢 প্রবন্ধ 🟢 কবিতা 🟢 ছড়া 🟧 পাণ্ডুলিপি জমা দেয়ার শেষ তারিখ - ৩০শে সেপ্টেম্বর ২০২১ 🟧 অংশগ্রহণের নিয়মাবলিঃ ০১. উল্লেখিত সময়ের মধ্যে কম্পিউটার প্রিন্ট অথবা হাতে লেখা পাণ্ডুলিপি কুরিয়ারের (হ্যান্ড ডেলিভারি) মাধ্যমে জমা দিতে হবে ১ সেট করে। মেইলেও পাণ্ডুলিপি জমা দেয়া যাবে। ০২. পাণ্ডুলিপি অবশ্যই স্বরচিত এবং অপ্রকাশিত হতে হবে। ০৩. একজন লেখক সর্বোচ্চ ২টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন। ০৪. ৫টি বিভাগে নির্বাচিত ৫টি পাণ্ডুলিপি প্রকাশনীর খরচে ২০২২ বইমেলায় প্রকাশ করা হবে এবং নিজস্ব স্টলে বিক্রয় ও প্রদর্শিত হবে। ০৫. পাণ্ডুলিপির সাথে আলাদা পৃষ্ঠায় লেখকের পরিচিতি ও মোবাইল নম্বর দিতে হবে। পাণ্ডুলিপির ১ম পৃষ্ঠা ছাড়া ভেতরের কোনো পৃষ্ঠায় লেখকের নাম উল্লেখ করা যাবে না। ০৬...
প্রকাশক ও সম্পাদক: জোয়ার্দার হাফিজ ঠিকানা: মানিকগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।