সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এ.এইচ তূর্য ও পান্না খানমের ‘‘বন্ধু আইসো রে’’ শিরোনামে গান |আমাদের শিল্পসাহিত্য
এমন কথামালায় গান প্রকাশ হয়েছে।
গানটিতে কন্ঠ দিয়েছেন এ এইচ তূর্য ও পান্না খানম।
গানটি লিখেছেন ও সুর করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকবী এস কে শানু । গনটির মিউজিক করেন এ এইচ তূর্য এবং গানটির ভিডিও ধারনে ছিলেন আসাদুজ্জামান আসাদ।
‘‘বন্ধু আইসো রে’’
এ গান সম্প্রতি রিলিজ হয়েছে (PM Music) পিএম মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ব্যানারে । ইতিমধ্যে গানটি শ্রোতা মহলে বেশ আলোচনায় আসতে শুরু করেছে। সকলের কাছেই ভালো লাগছে। কথা সুর সঙ্গীত ও গায়কি মিলে বিশেষ ভিন্নতার ছাপ লেগে আছে,“বন্ধু আইসো রে” গানটিতে । গানটি শুনুন ‘PM Music' ইউটিউব চ্যানেলে ... লিংক ক্লিক করে:- https://youtu.be/UKxSvT-llsI

মন্তব্যসমূহ