সাহিত্য ভাবনার ছোটকাগজ 'অপরাজিত' ২য় বারের মতো পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। 'অপরাজিত সাহিত্য পুরস্কার-২০২৩' এর জন্য সাহিত্যের যেকোনো বিষয়ের বই আহ্বান করা যাচ্ছে।
▪আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে নিচের ঠিকানায় শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বই পাঠাতে পারেন। প্রতিটি বইয়ের ৩ কপি করে পাঠাতে হবে। বইয়ে কোনো অটোগ্রাফ বা সিল থাকা চলবে না। বই পাঠানোর সময় আলাদা কাগজে নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে।
▪পুরস্কার প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
▪৭ টি বিষয়ে মোট ৭ জনকে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকবে- মেডেল, সনদপত্র, উত্তরীয় ও গিফট চেক।
বই পাঠানোর ঠিকানা:
নাহিদ হাসান রবিন
সম্পাদক- অপরাজিত
এস.বি. প্লাজা, বাসস্ট্যান্ড,
শেরপুর, বগুড়া।
মোবাইল: ০১৭১২ ৯৪৭৮৯১

মন্তব্যসমূহ