সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আর্টলিট পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪-এর জন্য পাণ্ডুলিপি আহ্বান

আর্টলিট পাবলিকেশন আয়োজন করছে 'আর্টলিট পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪'। সারাদেশের যেকোনো লেখক যেকোনো বিষয়ের পাণ্ডুলিপি জমা দিতে পারবেন। পুরস্কার হিসেবে বিজয়ী পাণ্ডুলিপির সেরা ১০ লেখক পাবেন অগ্রিম রয়্যালিটি, বইয়ের সৌজন্য কপি-সহ নানান সুবিধা। এছাড়া নির্বাচিত ৩০ পাণ্ডুলিপির লেখকরা পাচ্ছেন বই প্রকাশে বিশেষ সুযোগ!



👉 প্রতিযোগিতার নিয়মাবলি:>>

১. পাণ্ডুলিপিটি হতে হবে মৌলিক ও অপ্রকাশিত।

২. লেখক চাইলে যেকোনো ক্যাটাগরির যেকোনো বিভাগে যেকোনো সংখ্যক পাণ্ডুলিপি পাঠাতে পারবেন।

৩. সকল বিভাগের পাণ্ডুলিপির শব্দসংখ্যা উন্মুক্ত। 

৪. গুছিয়ে পাণ্ডুলিপিটি পাঠাতে হবে। যেমন: বইয়ের নাম, লেখক নাম, ফ্ল্যাপ, উৎসর্গ, সূচিপত্র, পৃষ্ঠাসংখ্যা, লেখার শিরোনাম, কনটেন্ট ইত্যাদি প্রয়োজনীয় সকল বিষয় থাকতে হবে।

৫. পাণ্ডুলিপির সাথে লেখকের ছবি, সংক্ষিপ্ত পরিচয়, প্রকাশিত বইয়ের সংখ্যা, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস পাঠাতে হবে।

৬. পাণ্ডুলিপি পাঠানোর সময় ইমেইলের সাব্জেক্টের ঘরে ক্যাটাগরি ও বিভাগের নাম উল্লেখ করতে হবে।

৭. পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে পাঠাতে হবে।

৮. পাণ্ডুলিপি পাঠানোর ইমেইল ঠিকানা: artlitpub@gmail.com

৯. পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময়: ৩০ জুন, ২০২৪


👉 পাণ্ডুলিপির বিষয়:>>

ক) ফিকশন ক্যাটাগরি

১. শিশুসাহিত্য:

ছড়া, শিক্ষামূলক গল্প, রূপকথা, উপকথা, লোককাহিনি, ভূতের গল্প ও কমিক্স।

২. কিশোর সাহিত্য:

কিশোর কবিতা, কিশোর গল্প, কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন, রহস্য উপন্যাস, ডিটেকটিভ ও হরর।

৩. কথাসাহিত্য: 

সমকালীন গল্প, ছোটগল্প, অণুগল্প, পৌরাণিক কাহিনি, উপন্যাস, থ্রিলার, রহস্য, ডিটেকটিভ, সায়েন্স ফিকশন, রম্য ও নাটক।

৪. কবিতা:

ছন্দবদ্ধ কবিতা, গদ্য কবিতা, গীতিকবিতা, সনেট (চতুর্দশপদী), অণুকবিতা, লিমেরিক, হাইকু, রুবাই ও মেক্সিম।

৫. অনুবাদ:

বিদেশি যেকোনো ভাষার বই থেকে শিশুসাহিত্য, কিশোর সাহিত্য ও কথাসাহিত্যের বাংলা অনুবাদ।


খ) নন-ফিকশন ক্যাটাগরি

১. রাজনীতি, দর্শন, ইতিহাস ও ঐতিহ্য 

২. সমাজ, সভ্যতা ও সংস্কৃতি 

৩. বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ 

৪. জীবনী, স্মৃতিচারণ ও সাক্ষাৎকার

৫. গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি 

৬. গণমাধ্যম ও সাংবাদিকতা

৭. চলচ্চিত্র ও বিনোদন 

৮. স্বাস্থ্য, পরিচর্চা ও রোগ নিরাময় 

৯. ড্রইং, পেইন্টিং, ডিজাইন ও ফটোগ্রাফি

১০. প্রাণী, জীবজগৎ, পরিবেশ ও প্রকৃতি

১১. আইন ও বিচার

১২. পরিবার ও প্যারেন্টিং

১৩. ভ্রমণ

১৪. খেলাধুলা 


গ) ক্যারিয়ার ও মোটিভেশনাল ক্যাটাগরি

১. আত্ম-উন্নয়ন ও মোটিভেশন 

২. মেডিটেশন ও ইয়োগা

৩. ছাত্রজীবন উন্নয়ন ও ক্যারিয়ার উন্নয়ন

৪. উদ্যোক্তা, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং 

৫. ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি 

৬. ব্র্যান্ডিং, মার্কেটিং, সেলিং

৭. বেসিক কম্পিউটার ও কম্পিউটার প্রোগ্রামিং 

৮. এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটি 

৯. গ্রাফিক্স ডিজাইন ও মাল্টিমিডিয়া 

১০. এসইও, সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন 

১১. হার্ডওয়্যার ও ট্রাবলশুটিং

১২. মাইক্রোসফট অফিস

১৩. অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং

১৪. ফিন্যান্স ও অ্যাকাউন্টিং

১৫. প্রফেশনাল, জার্নাল ও রেফারেন্স 

১৬. ব্যবস্থাপনা ও নেতৃত্ব


👉 পুরস্কার:>>

১. সর্বমোট সেরা ১০টি পাণ্ডুলিপি পুরস্কারের জন্য মনোনীত হবে। পুরস্কার হিসেবে লেখকরা পাবেন অগ্রিম রয়্যালিটি।

২. ফিকশন ক্যাটাগরি থেকে ৪টি, নন-ফিকশন ক্যাটাগরিতে থেকে ৩টি এবং ক্যারিয়ার ও মোটিভেশনাল ক্যাটাগরি থেকে ৩টি সেরা পাণ্ডুলিপি নির্বাচিত হবে।

৩. বিজয়ী পাণ্ডুলিপিগুলো আর্টলিট পাবলিকেশন নিজ খরচে প্রিন্ট বই ও ই-বই প্রকাশ করবে।

৪. প্রত্যেক বিজয়ী লেখক বইয়ের সৌজন্য কপি উপহার পাবেন।

৫. এছাড়া প্রতিটি ক্যাটাগরি থেকে আরও ১০টি করে মোট ৩০টি পাণ্ডুলিপি নির্বাচিত হিসেবে ঘোষণা করা হবে।

৬. নির্বাচিত পাণ্ডুলিপিগুলো লেখক-প্রকাশক যৌথ বিনিয়োগের মাধ্যমে বই হিসেবে প্রকাশ করবে।

৭. বিজয়ী ও নির্বাচিত পাণ্ডুলিপিগুলোর গ্রন্থস্বত্ব লেখকের থাকবে।

৮. বিজয়ী ও নির্বাচিত বইগুলো ঢাকা ও ঢাকার বাইরে বইমেলায় প্রদর্শিত হবে।

৯. সময়োপযোগী ক্রিয়েটিভ মার্কেটিংয়ের মাধ্যমে বইগুলো বিক্রি বাড়াতে প্রচার ও প্রসার করা হবে।

১০. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষর সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।


✔️আপনার পরিচিত লেখক বন্ধুদের শেয়ার করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫২’র ভাষা শহীদদের জীবনী : রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর | আমাদের শিল্পসাহিত্য

শহীদ রফিক উদ্দিন আহমদ শহীদ রফিক উদ্দিন আহমদ এর জন্ম ১৯২৬ সালের ৩০ অক্টোবর। গ্রামের নাম-পারিল (বতর্মানে যার নামকরন করা হয়েছে রফিকনগর), থানা- সিংগাইর, জেলা- মানিকগঞ্জ। তার পিতার নাম- আব্দুল লতিফ, মাতার নাম- রাফিজা খাতুন। ৫ ভাই ও ২ বোনের মধ্যে রফিক উদ্দিন আহমদ ছিলেন ভাইদের মধ্যে সবার বড়। তিনি মানিকগঞ্জ বায়রা কলেজ থেকে ১৯৪৯ সালে ম্যাট্রিক পাশ করেন। মানিকগঞ্জ দেবেন্দ্রনাথ কলেজে আই কম পর্যন্ত লেখাপড়া করেন। কলেজের পাঠ ত্যাগ করে ঢাকায় এসে পিতার সঙ্গে প্রেস পরিচালনায় যোগ দেন। ২১শে ফেব্রুয়ারীতে শাসকগোষ্ঠীর জারীকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে যে বিক্ষোভ মিছিল হয় সেখানে তিনি অংশগ্রহন করেন।পুলিশের বেদম লাঠিচার্জ ও কাদানে গ্যাসের কারনে অন্যান্যদের সাথে তিনিও বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে আশ্রয়গ্রহন করতে যান। এ সময়ে পুলিশের একটু গুলী সরাসরি তার মাথায় আঘাত হানে ও তিনি সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সম্ভবত ২১শে ফেব্রুয়ারীর প্রথম শহীদ হওয়ার মর্যাদা রফিক উদ্দিন আহমদই লাভ করেন। তাকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়। তবে দুঃখজনকভাবে পরবর্তীতে তার কবর চিহ্নিত করা সম্ভব হয় নি। শহীদ আব্দ...

বিশিষ্ট ছড়াকার নূরুজ্জামান ফিরোজ'র জন্মদিন আজ | আমাদের শিল্পসাহিত্য

নূরুজ্জামান ফিরোজ একাধারে ছড়াকার, গীতিকার, সাংবাদিক, গ্রাফিক ডিজাইনার, সম্পাদক, সংগঠক, সৃজনশীল আয়োজক এবং মানবিক ব্যাক্তি। তিনি ১৯৬৯ সালের ১৮ জুলাই খুলনা শহরের খালিশপুরে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি ঢাকার উত্তরা ৬নং সেক্টরে বসবাস করছেন। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞাপনী সংস্থা  " এ্যাডোরা লিঃ "  ও আমেরিকান প্রি - প্রেসকোম্পানি  " কালার সেন্টার বাংলাদেশ ইনক্ " এ গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।  বর্তমানে বিখ্যাত গ্রুপ  অব কোম্পানি  " ইনভাইট গ্রুপ লিঃ " এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন।   " ঢাকা ডিজিটাল স্কুল " প্রতিষ্ঠার মাধ্যমে কোমলমতি শিশুদেরকে ডিজিটাল বই দিয়ে পড়ালেখার এক নতুনধারা উদ্ভাবন করেন তিনি।  সামাজিক দায়বদ্ধতা থেকে ২০০২ সালে ঢাকার উত্তরায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠা করেন  " ইউরেকা স্কুল '' । যা পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান ।  এই স্কুলে শিক্ষা নিয়ে আনেক শিশু ইতোমধ্যেই কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছে ।  এ ছাড়াও দেশের সর্বস্তরের শিশু - কিশোরদের জন্য তিনি প্রতিষ্ঠা ...

কবিতার পাণ্ডুলিপি তৈরি করার সেরা কৌশল : জেনে নিন এক নজরে

কবিতা লেখা অনেকেরই শখ। তবে সেই কবিতাগুলো যদি বই হিসেবে প্রকাশ করতে চান, তাহলে প্রয়োজন পাণ্ডুলিপি। অনেকেই কবিতা লিখে রাখেন খাতায়, মোবাইলের নোটে বা ফেসবুকে পোস্ট আকারে। কিন্তু সেগুলো পাণ্ডুলিপিতে রূপ না দেওয়ায় কখনো বই হয়ে ওঠে না। আজ আমরা জানব—   👉 কবিতার পাণ্ডুলিপি কী? 👉 কীভাবে কবিতার পাণ্ডুলিপি তৈরি করবেন?  👉 কবিতার পাণ্ডুলিপির আদর্শ কাঠামো কোনটি? 👉 কবিতার পাণ্ডুলিপি আকর্ষণীয় করার জন্য কার্যকর কিছু কৌশল! ক) কবিতার পাণ্ডুলিপি কী? কবিতার পাণ্ডুলিপি হলো বইয়ের জন্য প্রস্তুত একটি গোছানো খসড়া। এখানে কবিতাগুলো একটি পরিকল্পিত কাঠামো অনুযায়ী সাজানো থাকে, যেন প্রকাশক তা সহজেই বই হিসেবে প্রকাশ করতে পারেন। কবিতার পাণ্ডুলিপিতে থাকে: ভূমিকা বা কবির কথা, উৎসর্গ বা কৃতজ্ঞতা, কবিতাগুলোর ধারাবাহিক ও বিষয়ভিত্তিক বিন্যাস, প্রতিটি কবিতার নির্ভুল নাম ও বানান, শেষে কবির সংক্ষিপ্ত জীবনী। খ) কীভাবে কবিতার পাণ্ডুলিপি তৈরি করবেন? নিচে ধাপে ধাপে পাণ্ডুলিপি তৈরির প্রক্রিয়া দেওয়া হলো: 👉 ধাপ ১: কবিতাগুলো সংগ্রহ ও নির্বাচন: আপনার লেখা সব কবিতা একত্রিত করুন। টাইপ করে একটি ডকুমেন্টে নিয়ে আসুন। মানসম্প...

শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য বই আহ্বান

৩য় বারের মতো শব্দকথা প্রকাশন-এর উদ্যােগে আটটি বিভাগে "শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৫" প্রদানের জন্য বই আহ্বান করা হয়েছে।  ✅ বিভাগগুলো হলো: ১। কবিতা ২। উপন্যাস ৩। প্রবন্ধ ও গবেষণা ৪। শিশু-কিশোর সাহিত্য  ৫। সায়েন্স ফিকশন  ৬। ছোটোগল্প  ৭। অনুবাদ সাহিত্য  ৮। আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনী  ✔️দিনব্যাপী একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আটটি বিভাগে নির্বাচিত লেখকগণকে সম্মাননা, ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র প্রদান করা হবে। ✔️২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে রচিত মৌলিক গ্রন্থসমূহ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। ✔️প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছুদের বাংলাদেশের নাগরিক হতে হবে। ✔বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করতে পারবেন। ✔️বই জমা দেওয়ার পর যে কোনো পর্যায়ে অথবা পুরস্কার প্রদানের পর যদি অবগত হওয়া যায় যে, কোনো বই অন্য কোনো বইয়ের অনুকরণ অথবা আংশিক প্রতিরূপে রচিত, সেক্ষেত্রে বইটি বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার এবং পুরস্কার প্রত্যাহারের অধিকার বিচারকমণ্ডলীর সংরক্ষিত থাকবে। ✔️পুরস্কারের যে কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচ...

বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতি জেনে নিন এক নজরে

✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি। 📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ  প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক।  📌আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে। 📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে। ✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃ ________________________ 📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ ও স্কুল পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে। আর স্কুল পর্যায় -২ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। 📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন। 📌নিবন্ধন পরীক্ষায় আবেদনে...

প্রজন্মের জন্য 'চিরকুট' - শাহীদুল আলম | আমাদের শিল্পসাহিত্য

প্রিয়,  দুনিয়ার সকল বাংলা ভাষাভাষী। যাঁরা এই চিরকুট পড়া শুরু করতে যাচ্ছো, যাদের এই লেখা পড়তে কোনো কষ্ট হয়না এমনকি আগামী প্রজন্মের জ্ঞানপিপাসু, অনুসন্ধানী নব তরুণ, যারা মেধা বিকশিত হওয়ার পথে ও ভালোমন্দ বিচার করার সক্ষমতা অর্জন করেছো। যারা সত্যকে জানার জন্য উদগ্রীব থাকে প্রতিনিয়ত, তাদের জানাই সশ্রদ্ধ সালামসহ একরাশ অগ্রিম শুভেচ্ছা ও চিরকুট পড়ার ভুবনে সু-স্বাগতম।  তোমাদের জন্য আমার কিছু কথা ভবিষ্যতের জন্য বলে যেতে চাই, কিছু কথা রেখে যেতে চাই, যে কথাগুলো হবে  তোমাদের জন্য গ্রহণযোগ্য, জীবন চলার পথে শক্তি ও মুক্তি আবার হয়তো  মহাচিন্তার কারণ। তবে জেনে রেখো এটাই সত্য ও বাস্তবতার নিরিখে লেখা অপ্রিয় সত্য বাণীই হবে তোমাদের আগামীর পথচলার, ভবিষ্যৎ গড়ার পথনির্দেশক। যদি এই চিরকুটের কোনো চরণ তোমাদের জীবন চলার পথে এগিয়ে যাওয়ার কারণ কিংবা কাজে এসেছে মনেহয় তাহলেই হবে আমার লিখে যাওয়া চিরকুটের সার্থকতা।  শুরুতে বলতে চাই "চিরকুটটা" সম্পূর্ণ পড়ার মনমানসিকতা ও ধৈর্য ধরে পড়ার চেষ্টা করতে হবে। প্রতিটি লাইন পড়তে হবে দ্রুত পড়তে যেয়ে হয়তো কোনো লাইন বাদ দিয়ে চলে যাবে ফলে মূল বিষয়বস্তু বুঝতে ব...

পাণ্ডুলিপি কী এবং কীভাবে প্রথম বইয়ের পাণ্ডুলিপি তৈরি করবেন?

প্রথম বই প্রকাশ করার স্বপ্ন সব লেখকের মনেই থাকে। কিন্তু সেই স্বপ্নের প্রথম ধাপ হচ্ছে একটি পরিপূর্ণ পাণ্ডুলিপি তৈরি করা। ব্যাপারটি অনেকের কাছে কঠিন ও জটিল মনে হয়। এই আর্টিকেলটি পড়ে আপনি সহজভাবে বুঝতে পারবেন পাণ্ডুলিপি কী, কেন এটি গুরুত্বপূর্ণ এবং কীভাবে গুছিয়ে তৈরি করবেন আপনার প্রথম বইয়ের পাণ্ডুলিপি।   👉 পাণ্ডুলিপি কী? বই প্রকাশ করার আগে যেটি তৈরি করা হয়, সেটিই পাণ্ডুলিপি। এটি আপনার বইয়ের একটি পূর্ণাঙ্গ খসড়া। এটি হতে পারে হাতে লেখা অথবা টাইপ করা। তবে ডিজিটাল এই যুগে টাইপ করা পাণ্ডুলিপি বেশি গ্রহণযোগ্য। পাণ্ডুলিপিতে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত লেখা থাকে, অধ্যায়/পর্ব/অনুচ্ছেদ অনুযায়ী সাজানো থাকে, লেখকের ধারণা অনুযায়ী নাম, ভূমিকা, উৎসর্গ, সূচিপত্র ইত্যাদি থাকে। পাণ্ডুলিপিই প্রকাশকের হাতে যায় বই প্রকাশের জন্য। এটি প্রকাশযোগ্য কিনা, তা বিচার হয় এই পাণ্ডুলিপির ভিত্তিতেই।  👉 কীভাবে পাণ্ডুলিপি তৈরি করবেন? প্রথমবারের মতো পাণ্ডুলিপি বানাতে গিয়ে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু কাজটি একদমই কঠিন নয়, যদি আপনি নিচের ধাপগুলো অনুসরণ করেন: ১. লক্ষ্য নির্ধারণ করুন (আপনি কী লিখতে চান): প্র...

রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করার সেরা কৌশল - জেনে নিন এক নজরে

রহস্য উপন্যাস মানেই পাঠককে একটা অজানা কিছুর পেছনে টেনে নেওয়া। এখানে প্রতিটি চরিত্র সন্দেহভাজন, প্রতিটি ক্লু বিভ্রান্তিকর, আর সমাপ্তি এমন, যা কেউ কল্পনাও করতে পারেনি। আর সেই কাজটি শুরু হয় একটি শক্তিশালী পাণ্ডুলিপি দিয়ে। আজ আমরা জানব— 👉 রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি কী 👉 কীভাবে একটি মানসম্পন্ন রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করবেন?  👉 আদর্শ রহস্য উপন্যাসের পাণ্ডুলিপির কাঠামো কেমন হওয়া উচিত?  👉 রহস্য উপন্যাসের পাণ্ডুলিপিকে আরও আকর্ষণীয় করার কৌশল! ক) রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি কী? রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি হলো একটি পূর্ণাঙ্গ, গুছানো ও প্রকাশযোগ্য খসড়া। এখানে একটি রহস্য ধাপে ধাপে উন্মোচিত হয়। এতে কাহিনির সূচনা, ক্লু, সন্দেহভাজন চরিত্র, বিভ্রান্তি, তদন্ত এবং সমাধান—সবকিছু সুনির্দিষ্টভাবে গাঁথা থাকে। পাঠক যেন প্রতিটি পৃষ্ঠা পড়ে একধরনের মানসিক উত্তেজনায় থাকে। খ) কীভাবে একটি মানসম্পন্ন রহস্য উপন্যাসের পাণ্ডুলিপি তৈরি করবেন? ✅  শুরুতেই রহস্য তৈরি করুন: গল্প শুরুতেই এমন একটি ঘটনার ইঙ্গিত দিন যা পাঠকের কৌতূহল জাগায়। যেমন: সকালবেলা চায়ের কাপের পাশে একটা চিঠি পড়ে ছিল। তাতে লেখা: ‘আমি...

আসছে ইমতিয়াজ, পরাণ, হাবিব, মুস্তাফিজ এর জীবনমুখী গান "পথশিশু"

পথশিশুদের বঞ্চনা-সংগ্রামী মানবেতর জীবন ও অসহনীয় কষ্টের কথা নিয়ে সহকারী নাট্য নির্দেশক ও সংবাদকর্মী ইমতিয়াজ মেহেদী হাসান রচনা করেছেন ‘পথশিশু’ শিরোনামে একটি জীবনমুখী গান। সময়ের আলোচিত সুরকার হাবিব মোস্তফা’র সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পরান। মেধাবী সংগীত পরিচালক অণু মোস্তাফিজ’র সংগীত আয়োজনে সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানটি ধারণ হয়েছে। গানটি সম্পর্কে গীতিকার ইমতিয়াজ মেহেদী হাসান বলেন, গানটি সমাজ বাস্তবতার করুণ চিত্র। এখানে কল্পনার কোন স্থান নেই। বিত্তবানরা শখের বসে ইচ্ছেমত খরচ করছে কিন্তু তাদের পাশেই ছোট্ট পথশিশুরা জীবনের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারছে না। বঞ্চনার এই দৃশ্যটুকু একজন মানুষ হিসেবে আমার বিবেক স্পর্শ করেছে। সেই বেদনা থেকেই গানটি রচনা করি। পরে সুহৃদ হাবিব মোস্তফা’র সাথে আইডিয়াটা বিনিময় করায় তিনি সুন্দর একটি আয়োজন করে আমাকে চমকে দিলেন। পরান চমৎকার গেয়েছেন আর অণু মোস্তাফিজ ভাইয়ের কম্পোজিশন গানটিকে অন্য মাত্রায় উন্নীত করেছে। আশাকরি শ্রোতারা গানটিকে ভালভাবে গ্রহণ করবেন। সুরকার হাবিব মোস্তফা বলেন, মানব জীবনের চলমান দুঃখসুখের দু...

শীঘ্রই শুরু হবে ‘শেষ আলো'র যাত্রা

শিল্পসাহিত্য ও সংবাদের ‘শেষ আলো’ ...‘শেষটা সুন্দর হোক’ স্লোগানে আসছে শীঘ্রই ‘শেষ আলো’ ম্যাগাজিন পত্রিকা সাইট। ম্যাগাজিন পত্রিকাটির সাইটে নিয়মিত শিল্পসাহিত্য বিষয়ক প্রতিবেদন এবং যাচাই-বাছাইকৃত সংবাদের কালেকশন থাকবে। আশাকরি, রুচিশীল পাঠক ও দর্শকদের একটি নির্ভরযোগ্য সাইট হবে।